১০২ ফুট দীর্ঘ নৌকার মঞ্চে মুগ্ধ নেতাকর্মীরা
আওয়ামী লীগের ২১তম সম্মেলনকে কেন্দ্র করে কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান। চারদিকে উৎসবের উষ্ণতা। শুক্রবার বিকেল ৩টায় সম্মেলনের বর্ণিল উদ্বোধন করবেন দলীয় প্রধান শেখ হাসিনা। প্রস্তুত সাংস্কৃতিক পরিবেশনার দলও। সম্মেলনে যোগ দেওয়া তৃণমূল বলছে, সাধারণ মানুষের কাছে দলের ভাবমূর্তি বৃদ্ধি পায় সম্মেলনের মাধ্যমে এমন নেতৃত্বই চান তারা।
নৌকার ওপর ১০২ ফুট দীর্ঘ মঞ্চ। সামনে পদ্মা নদীর আবহ। রয়েছে স্বপ্নের পদ্মা সেতু জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শহীদ মিনার।
মূল মঞ্চে থাকা কার্যনির্বাহী কমিটির নির্ধারিত চেয়ারে এরই মধ্যে আসন গ্রহণ করেছেন কেন্দ্রীয় নেতারা। মূল মঞ্চের পাশেই প্রস্তুত রাখা আছে কেন্দ্রীয় সংগঠন ও আওয়ামী লীগের ৭৮ জেলা ও মহানগর শাখার জন্য ৭৮টি দলীয় পাতাকা। জাতীয় সংগীতের মধ্য দিয়ে এ পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হবে উদ্বোধনী অধিবেশন।
সাধারণ নেতাকমীর জন্য নির্ধারিত ৫টি গেইটেরর সঙ্গে ভিভিআইপিদের জন্য একটি গেইট। সম্মেলনস্থল থেকে শিখা চিরন্তন পর্যন্ত বিরাজ করছে দলটির ৭০ বছরের ইতিহাস, ঐতিহ্য আর অজর্ন।
এ সম্মেলনে যোগ দিতে পেরে ভীষণ আনন্দিত সারাদেশ থেকে আসা তৃণমূলের নেতাকর্মীরা।
প্রথম পর্বে রয়েছে দলীয় সভাপতির বক্তব্য। এ পর্বে সাংগঠনিক রিপোর্ট পেশ করবেন সাধারণ সম্পাদক।