দৃশ্যমান হলো অর্ধেক পদ্মা সেতু
কুয়াশা বাধা হয়নি, পদ্মা সেতুতে বসলো ২০তম স্প্যান। দৃশ্যমান হলো প্রায় অর্ধেক সেতু যা পুরো ৩ কিলোমিটার। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো একমাসে বসলো ৩টি স্প্যান। সেতুর ১৮ ও ১৯ নম্বর পিলারের উপর নতুন স্প্যানটি বসলো।নদীতে পিলার প্রস্তুত। তাই আগেই ঘোষণা দেয়া ছিল, ডিসেম্বর মাসে বসানো হবে ৩টি স্প্যান। চলতি মাসের ১১ ও ১৮ তারিখে বসানো হয় দুটি স্প্যান। তৃতীয় স্প্যানটি কবে বসানো হবে, তা নিয়ে ছিল অপেক্ষা। এর আগে কোনো কোনো মাসে দুটি করে স্প্যান বসানো গেলেও পরিকল্পনা অনুযায়ী তিনটি স্প্যান বসানো যায়নি কোনোবারই তবে কাজে গতি আসায় এবার সেটিও হলো। মাসের শেষ দিনে হলেও তাই চলতি মাসেই আরেকটি স্প্যান বসানো হয়। মাঝনদীতে সেতুর ৪ নম্বর মডিউলের ৬টি স্প্যানের মধ্যে আগেই বসানো আছে ৪টি। সবশেষ ১৯তম স্প্যানটিও বসানো হয় এখানে। বর্তমানে দৃশ্যমান চারটির সঙ্গেই যোগ হবে নতুন স্প্যান। মোট ৪১টি স্প্যানের মধ্যে ২০টি বসানোর মধ্য দিয়ে এবার স্পর্শ করা হয় প্রায় অর্ধেক সেতু দৃশ্যমান করার মাইল ফলক। প্রাথমিকভাবে ২৯ ডিসেম্বর এ স্প্যানটি বসানোর পরিকল্পনা করা হলেও হঠাৎ শৈত্যপ্রবাহ ও কুয়াশার কারণে নদীতে নৌযান চলাচল ব্যাহত হয়। ফলে দুই দিন পিছিয়ে যায় স্প্যান বসানোর কাজ। কুয়াশাকে হিসেবের মধ্যে রেখেই তাই নতুন পরিকল্পনা সাজানো হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। সেতুর ৪২টি পিলারের মধ্যে ৩৬টির নির্মাণ কাজ শতভাগ শেষ হয়েছে। বাকি পিলারগুলোর কাজও শেষের দিকে।