ফ্লোরিডারমারা-আ-লাগো রিসোর্টে প্রসিডেন্ট ট্রাম্প
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানি হত্যার সিদ্ধান্ত হয় এক নির্জন কক্ষে। ফ্লোরিডার মারা-আ-লাগো রিসোর্টে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে এ সিদ্ধান্ত নেন প্রসিডেন্ট ট্রাম্প।
একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে ওই বৈঠকের খবর প্রকাশ করে বলা হয়েছে, গত রোববারেও (২৯ ডিসেম্বর) তার জাতীয় নিরাপত্তা দলের গুরুত্বপূর্ণ সদস্যদের নিয়ে ফ্লোরিডার মারা-আ-লাগো রিসোর্টে বৈঠকে বসেন। বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রিয়েন, আর্মি জেনারেল মার্ক মিল্লেই উপস্থিত ছিলেন।
খবরে বলা হয়েছে, ওই বৈঠক শেষে সোলাইমানিকে হত্যার নির্দেশ দেন ট্রাম্প। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। ধারণা করা হচ্ছে, গোপন আলোচনার জন্য নির্মিত নিরাপদ স্থান রিসোর্টের ওই জানালাবিহীন কক্ষে উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প।
৬২ বছর বয়সী ইরানি জেনারেলকে হত্যার পর মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, ইরাক, সিরিয়া ও লেবাননসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় যুক্তরাষ্ট্রের কূটনীতিক ও সামরিক লোকজনের ওপর হামলার পরিকল্পনা করছিলেন সোলাইমানি। তবে হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি মার্কিন প্রশাসন।