মুসল্লীদের চলাচল নির্বিঘ্ন করতে প্রথমবারের মতো বাড়ানো হয়েছে ময়দানের পরিধি।
এরই মধ্যে ইজতেমার প্রস্তুতির কাজ, প্রায় ৭০ ভাগ সম্পন্ন করেছেন আয়োজকরা। মুসল্লিদের নিরাপত্তায় ওয়াচ টাওয়ার সিসি ক্যামেরাসহ থাকছে সব ধরণের নিরাপত্তা উপকরণ।
স্বেচ্ছাশ্রমের মহাযজ্ঞ চলছে ১৬০ একরের টঙ্গীর তুরাগ তীরে। ইজতেমা প্রস্তুতি সম্পন্ন করতে সারা দেশ থেকে আসা নানা শ্রেণিপেশার মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় হয়েছেন স্বেচ্ছাসেবক।
পুরো মাঠে ছড়িয়ে পড়ে কেউ করছেন পরিচ্ছন্নতার কাজ, কেউ চট বিছিয়ে দেয়ার কাজে ব্যস্ত। কেউ আবার হাতে হাত মিলিয়ে অন্যের কাজে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসছেন
মাঠের পূর্ব ও পশ্চিম পাশে নতুন ১৪ টি খিত্তা যুক্ত করার মাধ্যমে এবারই প্রথম বাড়ানো হয়েছে ইজতেমা ময়দানের পরিধি। শব্দ যন্ত্র, আলোর ব্যবস্থাসহ বাকী রয়েছে বৈদ্যুতিক সংযোগের কাজ। সেনাবাহিনীর সহায়তায় তুরাগ নদীতে তৈরি করা হচ্ছে ৬ টি ভাসমান সেতু। এখনো চলছে ইজতেমার মূল মঞ্চ নির্মাণের কাজ।
সিসি ক্যামেরা ছাড়াও পুরো ময়দানকে ঘিরে ফেলা হবে নিরাপত্তার চাদরে। খিত্তায় খিত্তায় থাকবে সাদা পোশাকে পুলিশ। আগামী ১২ জানুয়ারি প্রথম পর্বের আখেরি মোনাজাতের পর চারদিন বিরতি দিয়ে ১৭ জানুয়ারি শুরু হবে ৩ দিনের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।