বাংলাদেশে খেলার চ্যানেল শুরু হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
শিগগিরই বাংলাদেশে খেলার চ্যানেল শুরু হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। তবে ঠিক কোন প্রতিষ্ঠান দেশে প্রথম স্পোর্টস চ্যানেল আনছে সেটি বিস্তারিতও জানাননি ক্রীড়া প্রতিমন্ত্রী।
সোমবার (৬ জানুয়ারি) রাজধানীতে তরুণ ধারাভাষ্যকারদের নিয়ে বাংলাদেশ স্পোর্টস কমেন্ট্রেটরস ফোরাম আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানান প্রতিমন্ত্রী। তিনি জানান, ইতোমধ্যে বেশ কয়েকটি চ্যানেলকে অনুমোদনও দেয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সফল নেতৃত্বে যুগের সঙ্গে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তিসহ সর্ব ক্ষেত্রেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সরকার ইতোমধ্যে কয়েকটি স্পোর্টস চ্যানেলের অনুমোদন দিয়েছে। তাই স্পোর্টস ধারাভাষ্যকারদের গুরুত্বও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, এখন থেকে ধারাভাষ্যকারদের আরও মূল্যায়ন করা হবে।