বাণিজ্যমেলায় ছেলেদের শীতের পোশাকের বেচাকেন ভালো
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ছেলেদের শীতের পোশাকের বেচাকেন ভালো। সামনের দিনগুলোতে বিক্রি আরো বাড়বে বলে প্রত্যাশা বিক্রেতাদের। সাধ্যের মধ্যে মান সম্পন্ন পণ্য পেয়ে খুশি ক্রেতারা।
পৌষের কুয়াশা আর ঠাণ্ডা বাতাস এবার অন্য বছরের চেয়ে বেশি। তাই শীতের পোশাকের চাহিদাও বেশ। বাণিজ্যমেলায় অন্তত ডজনখানেক দোকান পসরা সাজিয়েছে ছেলেদের শীতের পোশাকের।
ব্লেজারের দাম শুরু ৮০০ টাকা থেকে কয়েক হাজার টাকায় পর্যন্ত। ক্রেতা চাহিদার কথা মাথায় রেখে ব্লেজারের ডিজাইন ও কাপড়ের রঙ পরিবর্তন এনেছে বিক্রেতারা। মাসজুড়ে মূল্য ছাড়ের ছড়াছড়ি থাকবে প্রতিটি দোকানেই।
বৈচিত্র এসেছে ছেলেদের জ্যাকেট, সোয়েটারেও। শুরুর দিকে বেচাকেনা কিছুটা কম হলেও সামনের দিনগুলোতে বাড়বে এমন প্রত্যাশা বিক্রেতাদের।
তারা বলেন, গতবছর ভালো ব্যবসা হয়নি। তবে এ বছরের শুরুটা ভালো যাচ্ছে। ডিসকাউন্ট দিচ্ছি প্রচারের জন্য।
মেলায় পাশাপাশি অনেক প্রতিষ্ঠান নতুন নতুন পোশাক বাজারজাত করেন। দামও কিছুটা কম পাওয়া যায় বলে জানান ক্রেতারা ।
তারা বলেন, ব্লেজারের মান এবার ভালো। দামও নাগালের মধ্যেই আছে। বাইরে থেকে কিনলে দাম বেশি পরে। ছাড় দেখেই কিনতে এসেছি।
২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ৪৮৩ টি স্টল ও প্যাভিলিয়ন আছে। বাংলাদেশসহ ২১ টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে মাসব্যাপী এ আয়োজনে।