অর্থনৈতিক মুল্যায়ন সমাজে নারীর অবস্থানকে সুসংহত করতেহবে
গৃহস্থালির কাজের অর্থনৈতিক মুল্যায়ন সমাজে নারীর অবস্থানকে সুসংহত করতে ভূমিকা রাখবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাদের মতে, এধরনের কাজে নারী-পুরুষ উভয়ের অংশগ্রহণের মানসিকতা গড়ে তুলতে হবে।
সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে নারীর ক্ষমতায়ন ও এসডিজি বাস্তবায়নে বিনা পারিশ্রমিকে ঘরের কাজের স্বীকৃতি নিয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলা হয়।
মানুষের জন্য ফাউন্ডেশন এবং এসডিজির নাগরিক প্লাটফরম এর যৌথ উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় দেশী-বিদেশী বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও গবেষকরা অংশ নেন।
আলোচনায় বলা হয়, গৃহকর্মের ৮০ শতাংশই করেন নারীরা, কিন্তু তাদের কাজের স্বীকৃতি না থাকা তাদের ক্ষমতায়নের পথে অন্যতম বাধা। জানানো হয়, বৈশ্বিকভাবে ৪২ শতাংশ নারী শুধুমাত্র পারিবারিক সেবার কাজে নিয়োজিত।
আলোচকরা বলেন, বাংলাদেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে নারীরা সরাসরি কাজ করেও বেশিরভাগ ক্ষেত্রেই অর্থের অংশীদার হতে পারেন না।