ওয়ার্নারের সেই টুপি বিক্রি ৬ কোটি টাকায়
অস্ট্রেলিয়ার দাবানলে প্রায় ১০০ কোটিরও বেশি প্রাণী জীবন হারিয়েছে। ধ্বংস হয়ে গেছে একরের পর একর বনাঞ্চল। জীবন হারিয়েছে ২৭ জন মানুষও। নিজ দেশের ক্ষতিগ্রস্তদের জন্য কিছু করার তাগিদে নিজের ‘ব্যাগি গ্রিন’ ক্যাপটা নিলামে তোলার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান স্পিন জাদুকর শেন ওয়ার্ন।
৫০ বছর বয়সী লেগ স্পিনার এই ব্যাগি গ্রিন টুপি পড়ে ১৪৫ টেস্টে নিয়েছিলেন ৭০৮ উইকেট। কিংবদন্তি ক্রিকেটার তার ব্যাগি গ্রিনের ঐতিহাসিক মূল্যটা ঠিকই পেয়েছে।
রেকর্ড প্রায় ৬ কোটিতে বিক্রি হয়েছে শেন ওয়ার্নের টুপি। আগেরদিন নিলামে ৫ লাখ দাম ওঠেছিল ক্যাপটির। তবে এবার সেই দাম গিয়ে ঠেকে এক মিলিয়ন বা ১০,০৭,৫০০ অস্ট্রেলিয়ান ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা ৬ কোটি (৫৮৭২৮৬৭৭) টাকার কাছাকাছি।
ওয়ার্নের ব্যাগি গ্রিন ক্যাপটি কিনেছে সিডনির ‘এমসি’ কোম্পানি। নিলামের শেষ মুহূর্তে ১ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের বেশি দিয়ে এটি কেনে তারা।
নিলামে ক্যাপ বিক্রি থেকে প্রাপ্ত অর্থ রেড ক্রসের তহবিলে দিয়ে দেবেন ওয়ার্ন। যাতে সব অর্থ দাবানলে ক্ষতিগস্ত্রদের জন্য কাজে লাগে।