এখনই আর্নেস্তো ভালভার্দেকে বিদায় করছে না বার্সেলোনা কর্তৃপক্ষ
দলের সাম্প্রতিক ফলাফল খারাপ হলেও এখনই আর্নেস্তো ভালভার্দেকে বিদায় করছে না বার্সেলোনা কর্তৃপক্ষ। আগামী সোমবার বার্সার কর্তাদের সভায় বসার কথা রয়েছে।মাঠে খুব একটা ভালো সময় যাচ্ছে না বার্সেলোনার। শেষ ৫ ম্যাচে ১ জয়, ১ হার ৩ ড্র।
বার্সার নামের সঙ্গে এ পরিসংখ্যান যে মানানসই না তা বলাই যায়। সদ্যই স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে হেরেছে মেসি-সুয়ারেজরা। দলের এমন বাজে পারফরম্যান্সে চাপে কাতালান কোচ ভালভার্দে। অনেক মাধ্যমে গুঞ্জন, নতুন কোনো কোচের সন্ধানে নামতে পারে বার্সা।
আগামী সোমবার এ বিষয়ে কার্যনির্বাহী সভাতে আলোচনা হওয়ার কথাও রয়েছে। তবে ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডটকম জানিয়েছে, আপাতত ভালভার্দের ওপরেই আস্থা রাখছে ক্লাব কর্তৃপক্ষ। লা লিগায় ২ পয়েন্টের লিড নিয়ে বছর শেষ করেছিল বার্সেলোনা। তবে বছরের শুরুতেই এস্পানিওলের সঙ্গে ড্র করেছে তারা। ফলে রিয়ালের সঙ্গে এখন তাদের ব্যবধান গোলের। এছাড়াও গেল বছর চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে হারের পরও ব্যাপক সমালোচনা হয়েছিল ভালভার্দের।