ব্যাংক-আর্থিক খাত কিছুটা পিছিয়ে থাকলেও ব্যর্থ হয়নি: অর্থমন্ত্রী
ব্যাংক ও আর্থিক খাত কিছুটা পিছিয়ে থাকলেও এখনো ব্যর্থ হয়নি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে পদ্মা ব্যাংক লিমিটেডের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বিতীয় বিজনেস কনফারেন্সে তিনি এ কথা বলেন। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ২৫ শতাংশ অর্জন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।
এ সময় পদ্মা ব্যাংকের অতীত অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে সবাইকে একসঙ্গে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান মন্ত্রী।
অনুষ্ঠানে ব্যাংকটির আয় ব্যাংকের হিসাব ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক মো. এহসান খসরু। ৪ হাজার ৮শ' ৫৮ কোটি টাকা আমানতের বিপরীতে ঋণ দেয়া হয়েছে ৫ হাজার ৫শ' ৩৬ কোটি টাকা।
চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।