রাতে মাঠে নামছে বার্সেলোনা
কোপা দেলরে'র কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের মিশনে লেগানেসের বিপক্ষে লড়বে বার্সেলোনা। লা লিগায় শেষ ম্যাচে হেরে যাওয়ায় শীর্ষ ষোলোর মঞ্চে লেগানেসের বিপক্ষে জয়টা প্রয়োজন কাতালানদের। ন্যু ক্যাম্পে ম্যাচটা শুরু হবে বৃহস্পতিবার রাত ১২টায়। আরেক ম্যাচে, মিরানডাসের বিপক্ষে লড়বে সেভিয়া।
উড়তে উড়তে হঠাৎ করেই ছন্দপতন। ফলাফল লা লিগার সিংহাশন থেকে অবনমন। গেল সপ্তাহে ভ্যালেন্সিয়ার কাছে ২-০ গোলে হারের স্মৃতি এখনও কাটা হয়ে আছে বার্সেলোনা সমর্থকদের হৃদয়ে। কিকে এতিয়েন বার্সেলোনার কাণ্ডারি হয়ে আসার পর এই প্রথম হারের তিক্ততা পায় কাতালানরা। লিগে ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সা। তিন পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।
ছন্দে ফিরতে মরিয়া কাতালানদের লক্ষ্য এবার কোপা দেল রে। স্প্যানিশ ফুটবলের এ আসরে সবচেয়ে বেশিবার শিরোপা জয়ের রেকর্ড আছে বার্সার। গেল মৌসুমের ফাইনালে কাতালানদের স্বপ্ন গুড়িয়ে দিয়েছিলো ভ্যালেন্সিয়া। তাই এবার আর কোন ভুল করতে নারাজ এতিয়েনের দল। সে সঙ্গে জয়ে ফেরার তাড়নাতো আছেই।
প্রতিপক্ষ লেগানেস শেষ ম্যাচে লিগে অ্যাতলেটিকো মাদ্রিদকে আটকে দিয়েছিলো। তাই সতর্ক থাকেই হবে কাতালানদের। ইনজুরির কারণে খেলতে পারবেন না ওসমান ডেম্বেলে ও লুইস সুয়ারেজ। গোলরক্ষক নেতোর খেলাও অনিশ্চিত। তবে, শূন্যতা পূরণে ভূমিকা রাখতে চান অন্যরা। ন্যু ক্যাম্পে ম্যাচ হওয়ায় দর্শকদের সমর্থন থাকবে বার্সেলোনার পক্ষে। সে আত্মবিশ্বাস পুঁজি করে ই এগোতে চায় মেসিরা।
কোপা দেল রের আরেক ম্যাচে মিরানডেসের বিপক্ষে লড়বে সেভিয়া। ২১ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লিগে তৃতীয় স্থানে আছে তারা। শেষ ম্যাচে গ্রানাডাকে হারিয়ে ফুরফেই মেজাজেই আছে তারা। মিরানডেসের বিপক্ষেও সে পথে ই হাটতে চায় সেভিয়া।