ফার্নান্দেসকে দলে ভেড়ালো ম্যানইউ
অবসান হলো সব জল্পনা-কল্পনার। প্রায় একমাসের নানা নাটকীয়তার পর অবশেষে স্পোর্টিং লিসবন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেন পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস। ৪৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে সাড়ে ৫ বছরের জন্য থিয়েটার অব ড্রিমে যোগ দিলেন ২৫ বছর বয়সী এই ফুটবলার।
পল পগবা ও স্কট ম্যাকটমিনি, ইনজুরির কারণে ইউনাইটেডের গুরুত্বপূর্ণ দুই মিডফিল্ডার মাঠের বাইরে। যার প্রভাব পরেছে মাঠেও। তাই ইউনাইটেড চাইছিলো ফার্নান্দেসকে দলে নিতে। কিন্তু তার ট্রান্সফার ফি নিয়ে বনিবনা হচ্ছিল না দুই ক্লাবের।
ইউরোপিয়ান গণমাধ্যম বুধবার জানায়, সমঝোতায় এসেছে দুই ক্লাব। সেই গুঞ্জনই সত্যি হলো। বৃহস্পতিবার চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দুই পক্ষ। ব্রুনোকে দলে নিতে ৪৭ মিলিয়ন পাউন্ড খরচ হলেও সেটা বেড়ে যেতে পারে ৮০ মিলিয়নে। চুক্তিতে তার পারফরম্যান্স সম্পর্কিত বেশ কিছু ধারা যুক্ত আছে। নিজের সব শেষ ক্লাব স্পোর্টিংয়ে ১৩৭ ম্যাচ খেলে ব্রুনো গোল করেছেন ৬৪টি। এছাড়া পর্তুগাল জাতীয় দলের জার্সিতেও তিনি খেলেছেন ১৯টি ম্যাচ।