আটকাপড়া চারশ’ বাংলাদেশি শিক্ষার্থী ফিরতে পারেন আজ
চীনের উহান শহরে আটকাপড়া প্রায় চারশ’ বাংলাদেশি শিক্ষার্থীকে আজ অথবা দেশে ফিরিয়ে আনা হতে পারে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা সময় টেলিভিশনকে জানিয়েছেন, করোনা ভাইরাসের কারণে চীনের উহান শহরে আটকাপড়া প্রায় চারশ’ বাংলাদেশি শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে আনতে দেশটির সরকারের সম্মতির অপেক্ষায় ছিল বাংলাদেশ। ইতোমধ্যে সে দেশের সরকারের সম্মতি মিলেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে দু’একদিনের মধ্যেই তাদের ফিরিয়ে আনার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজও ফিরিয়ে আনা হতে পারে বলে জানান তিনি।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, উহানের শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে তাদের তালিকা করে বিমান প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছেন করোনা ভাইরাসের ব্যাপারে সার্বিক প্রস্তুত পর্যবেক্ষণ করতে। শিক্ষার্থীদের নিয়ে আসা হলে, তাদেরকে পর্যবেক্ষণের জন্য আলাদা স্থানে রাখা হবে বলে জানা গেছে।
প্রাণঘাতী করোনা ভাইরাস চীনে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৩ জনে। এছাড়া এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০০০ ছাড়িয়ে গেছে।