বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট দল ঘোষণা
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দ্বিতীয় টেস্টের জন্য দল পরে ঘোষণা করা হবে। কারণ দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে আগামী এপ্রিলে (প্রথম সপ্তাহে)।
দল ঘোষণা করে পাকিস্তানের প্রধান নির্বাচক ও প্রধান কোচ মিসবাহ-উল হক বলেন, বাংলাদেশের বিপক্ষে টেস্টের জন্য কাকে সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হিসেব করেই দল গঠন করা হয়েছে। যে দু’জনকে বাদ দেয়া হয়েছে তাদের আমি খুব ভালোভাবেই জানি। তাদের বাদ পড়াটা দুঃখজনক। তবে তারা অবশ্যই আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছেন। তাদের নিয়ে আমাদের চিন্তা ভাবনা রয়েছে।
পাকিস্তান স্কোয়াড:
আজহার আলী (অধিনায়ক), আবিদ আলী, আসাদ শফিক, বাবর আজম, বিলাল আসিফ, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস সোহেল, ইমাম-উল হক, ইমরান খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ এবং ইয়াসির শাহ।