মেসির আয় রোনালদোর প্রায় দ্বিগুণ, নেইমারের তিনগুণ!
বর্তমান বিশ্বের ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি বেতনপ্রাপ্ত ফুটবলার হলেন বার্সেলোনার আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। দ্বিতীয় এবং তৃতীয়স্থানে আছেন পর্তুগিজ রাজপুত্র ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র।
ফরাসি দৈনিক লেকিপ কর্তৃক প্রকাশিত খবর অনুযায়ী বরাবরের মতো এবারও রোনালদোকে পেছনে ফেলে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ফুটবলার হয়েছেন ছয়বারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি।
ফরাসি পত্রিকাটির মতে মাসে গড়ে ৮.৩ মিলিয়ন (বাংলাদেশি মুদ্রায় ৭৭ কোটি ১০ লাখ ৪৪ হাজার ৫৮৭ টাকা) ইউরো বেতন পান মেসি। যেখানে জুভেন্তাসে রোনালদোর প্রাপ্ত বেতনের পরিমান মাসে ৪.৫ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৪১ কোটি ৮০ লাখ ৩৬ হাজার ৩৬৮ টাকা)। প্রায় রোনালদোর দ্বিগুণ বেতন মেসির।
এই দুই তারকার নিচেই আছেন পিএসজির সুপারস্টার নেইমার। মাসিক ৩ মিলিয়ন ইউরো ( বাংলাদেশি মুদ্রায় ২৭ কোটি ৮৬ লাখ ৯০ হাজার ৯১২ টাকা) বেতন নিয়ে ফরাসি লিগে খেলা ফুটবলারদের মধ্যে শীর্ষে আছেন তিনি।
এক নজরে দেখে নিন বিশ্বের সর্বোচ্চ পরিশ্রমিকপ্রাপ্ত ফুটবলারদের তালিকা (ইউরোতে)
লিওনেল মেসি (বার্সেলোনা) ৮.৩ মিলিয়ন
ক্রিশ্চিয়ানো রোনালদো (জুভেন্তাস) ৪.৫ মিলিয়ন
নেইমার জুনিয়র (পিএসজি) ৩ মিলিয়ন
গ্রিজম্যান (বার্সেলোনা) প্রায় ৩ মিলিয়ন
লুইজ সুয়ারেজ (বার্সেলোনা) প্রায় ৩ মিলিয়ন
গ্যারেথ বেল (রিয়াল মাদ্রিদ) ২.৫ মিলিয়ন
এডেন হ্যাজার্ড (রিয়াল মাদ্রিদ) ২.৫ মিলিয়ন
কিলিয়ান এমবাপে (পিএসজি) ২ মিলিয়ন
ডেভিড ডে গিয়া (ম্যানইউ) ১.৭ মিলিয়ন
মেসুত ওজিল (আর্সেনাল) ১.৬ মিলিয়ন