৯ প্রকল্পের অনুমোদন দিল একনেক
সাড়ে ৪ হাজার কোটি টাকা ভারতীয় ঋণে মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রকল্পে বাংলাদেশ সরকারের ব্যয় দেড় হাজার কোটি টাকা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে চলতি অর্থবছরের ২০তম একনেক সভায় অনুমোদন দেয়া হয় প্রকল্পটি।
সভায় ১ হাজার ৬শ কোটি টাকা ব্যয়ে শরীয়তপুরের জাজিরা থেকে নওডোবা পর্যন্ত পদ্মা সেতুর সংযোগ সড়ক উন্নয়ন, দৌলতদিয়া পাটুরিয়া ঘাট ও নদীবন্দর উন্নয়নে সাড়ে ১৩শ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেয়া হয়।
এসময় সারাদেশে শিল্প ও নগরাঞ্চলে বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী জানান, ১৩ হাজার ৬৩৯ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ের ৯টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক।
এসময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, এই প্রকল্পের মোট ব্যায় ধরা হয়েছে ১৩ হাজার ৬৩৯ কোটি ১ লাখ টাকা। এবং বিদেশি লোন আমরা নিয়েছি ৪ হাজার ৪৭৯ কোটি ৪১ লাখ টাকা।
বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, বর্জ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীও চিন্তিত। এ বিষয়ে নানা ধরণের প্রস্তাব আছে। মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী বলছিলেন, বর্জ্য নিয়ে বিদেশী কোন কোন কোম্পানি বিদ্যুৎ উৎপাদন করতে চায়।