ইসরাইল সীমান্তে কাসেম সোলাইমানির ভাস্কর্য নির্মাণ
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি নির্দেশে ড্রোন হামলায় নিহত ইরানি জেনারেল কাসেম সোলাইমানির একটি ভাস্কর্য নির্মাণ করে তা লেবানন-ইসরাইল সীমান্তে স্থাপন করেছে হিজবুল্লাহ গোষ্ঠী।
শনিবার( ১৫ ফেব্রুয়ারি) ভাস্কর্য উন্মোচন উপলক্ষে মারুন আল-রাস শহরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসরাইলিদের প্রতি নজর রাখতে সেখানে একটি পর্যবেক্ষণ চৌকিও স্থাপন করেছে হিজবুল্লাহ। একটি বিশাল কার্ডবোর্ড কেটে এই ভাস্কর্য বানানো হয়েছে। এটির পাশেই একটি ফিলিস্তিনি পতাকা উড়তে দেখা গেছে। তার হাত ইসরাইলের দিকে নিশানা করা অবস্থায় রয়েছে।
এর অর্থ হচ্ছে, হিজবুল্লাহ ও ইরানের লক্ষ্য হচ্ছে ইসরাইলি দখলদারিত্ব থেকে ফিলিস্তিনকে মুক্ত করা। গত বছরে হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা বেড়ে গিয়েছিল ইসরাইলের। বিভিন্ন সময় ইহুদিবাদী দেশটিতে হামলারও হুমকি দিয়েছিল হিজবুল্লাহ।
এতে দুই পক্ষের মধ্যে সরাসরি সামরিক সংঘাতেরও শঙ্কা তৈরি হয়েছিল। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তারের কেন্দ্রবিন্দুতে থেকে ভূমিকা পালন করেছেন সোলাইমানি। সেক্ষেত্রে হিজবুল্লাহর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।