১০০০ কোটি টাকা পরিশোধ করতে বিটিআরসি কার্যালয়ে গ্রামীণফোনের কর্মকর্তারা
আদালতের নির্দেশ মেনে ১০০০ কোটি টাকা পরিশোধ করতে বিটিআরসি কার্যালয়ে এসেছেন গ্রামীণফোনের (জিপি) কর্মকর্তারা।
রোববার (২৩ ফেব্রুয়ারি) উচ্চ আদালতের নির্দেশ মেনে আজই বিটিআরসিকে এক হাজার কোটি টাকা পরিশোধ করার কথা গ্রামীণফোনের।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় দেশের শীর্ষ এ মোবাইল অপারেটর কর্তৃপক্ষ।
এর আগে বৃহস্পতিবার গ্রামীণফোনের রিভিউ আবেদনের ওপর শুনানি শেষে সোমবারের মধ্যে বিটিআরসিকে এক হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ দেন আপিল বিভাগ।
গেল বছরের ২৪ নভেম্বর নিরীক্ষা দাবির সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে বিটিআরসিকে দুই হাজার কোটি টাকা পরিশোধ করতে গ্রামীণফোনকে নির্দেশ দেন উচ্চ আদালত।
তবে দুই হাজার কোটি টাকার পরিবর্তে ৫৭৫ কোটি টাকা ১২ কিস্তিতে পরিশোধের সুযোগ চেয়ে রিভিউ আবেদন করে গ্রামীণফোন।