চীনসহ বিশ্বের যে দেশগুলোতে ছড়িয়েছে করোনাভাইরাস
প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কে রয়েছে চীনসহ পুরো বিশ্ব। চীন ছাড়াও এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশে। মাত্র তিন মাসে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। ইতোমধ্যে ভাইরাসটির কারণে দুই হাজার ৬০০ মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরো অন্তত ৮০ হাজার মানুষ।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে শনাক্ত হয়। এরপর ভাইরাসটি ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্তত ৩৫টি দেশে।
চীনেই এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষের মৃত্যু ও আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চীনের বাইরে ৩৫টি দেশে কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে। আক্রান্ত হয়েছেন দুই হাজার ৪০০ জন। আর ওইসব দেশে এই ভাইরাসের কারণে মারা গেছেন ৩৭ জন।
একনজরে সেই পরিসংখ্যান...
ফ্রান্স : দেশটিতে এখন পর্যন্ত ১২ জন আক্রান্ত হয়েছেন, আরা মারা গেছেন একজন;
জার্মানি : ১৬ জন আক্রান্ত হয়েছেন;
হংকং : ৮১ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন দুইজন;
ভারত : তিনজন আক্রান্ত হয়েছেন; ইরান: ৬১ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১২ জন;
ইরাক : একজন আক্রান্ত হয়েছেন;
ইসরায়েল : দুইজন আক্রান্ত হয়েছেন।
ইতালি : দেশটিতে দুইশ ২৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন সাতজন;
জাপান : আক্রান্তের সংখ্যা আটশ ৪০ জন, মারা যাওয়ার সংখ্যা চারজন (ছয়শ ৩৯ জন ডায়মন্ড প্রিন্সের জাহাজে কোয়ারেন্টাইনে);
কুয়েত : আক্রান্তের সংখ্যা আটজন;
লেবানন : আক্রান্ত হয়েছেন একজন;
ম্যাকাও : ১০ জন আক্রান্ত হয়েছেন;
মালয়েশিয়া : ২২ জন আক্রান্ত হয়েছেন;
নেপাল : একজন আক্রান্ত হয়েছেন;
ওমান : দুই নারী আক্রান্ত হয়েছেন;
ফিলিপাইন : তিনজন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন একজন;
রাশিয়া : দুইজন আক্রান্ত হয়েছেন;
সিঙ্গাপুর : ৯০ জন আক্রান্ত।
দক্ষিণ কোরিয়া : চীনের বাইরে দ্বিতীয় সর্বোচ্চ নয়শ ৭৭ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন নয়জন;
স্পেন : দুইজন আক্রান্ত হয়েছেন;
শ্রীলঙ্কা : একজন আক্রান্ত হয়েছেন;
সুইডেন : একজন আক্রান্ত হয়েছেন;
তাইওয়ান : ৩০ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন একজন;
থাইল্যান্ড : ৩৭ জন আক্রান্ত হয়েছেন;
সংযুক্ত আবর আমিরাত : নয়জন আক্রান্ত হয়েছেন;
যুক্তরাজ্য : ১৩ জন আক্রান্ত হয়েছেন;
যুক্তরাষ্ট্র : ৫২ জন আক্রান্ত হয়েছেন;
ভিয়েতনাম : ১৬ জন আক্রান্ত হয়েছেন।
আফগানিস্তান : আক্রান্ত রোগী একজন;
অস্ট্রেলিয়া : ২২ জন আক্রান্ত হয়েছেন;
বাহরাইন : দুইজন আক্রান্ত হয়েছেন;
বেলজিয়াম : একজন আক্রান্ত হয়েছেন;
কম্বোডিয়া : একজন আক্রান্ত হয়েছেন;
কানাডা : ১১ জন আক্রান্ত হয়েছেন;
মিসর : একজন আক্রান্ত হয়েছেন;
ফিনল্যান্ড : একজন আক্রান্ত হয়েছেন।