লিটনের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের রানের পাহাড়
লিটন দাসের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে রানের পাহাড় দাঁড় করিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে ৩৩১ রান তোলে টাইগাররা।সিলেটে টস জিতে আগে ব্যাট করতে নেমে রক্ষণাত্বক শুরু করেন তামিম ইকবাল। তবে লিটন দাসের সঙ্গে তার ওপেনিং জুটিটা বেশিদূর এগিয়ে নিতে পারেননি।
দলীয় ৬০ রানে ফিরে যান ৪৩ বলে ২৪ করা তামিম। এরপর নাজমুল হাসান শান্তর ব্যাট থেকে ২৯ রান। মুশফিকুর রহিমই দ্রুতই ফিরে যান। একপাশ আগলে রাখার পাশাপাশি রানের চাকায় গতি ধরে রাখেন লিটন। খেলেন আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ারসেরা ইনিংস। ১০৫ বলে ১২৬ বলের ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন লিটন।
এরপর মাহমুদুল্লাহকে সঙ্গ দিতে মাঠে নামেন মোহাম্মদ মিঠুন। দুজনের দ্রুত রান তুলতে থাকলেও ৩২ রানেই থেমে যান মাহমুদুল্লাহ। অর্ধশতক তুলে নিয়ে ফেরেন মিঠুনও। এরপর শেষ ওভারে সাইফুদ্দিনের ঝড় বড় সংগ্রহই এনে দেয়া টাইগারদের।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৩৩১/৬ (৫০) তামিম ২৪, শান্ত ২৯, মুশফিক ১৯, মাহমুদুল্লাহ ৩২, মিঠুন ৫০, সাইফুদ্দিন ২৮, মিরাজ ৭; এমপুফু ২/৬৮।