ক্যামেরায় সমস্যা স্যামসাং গ্যালাক্সি এস২০’র!
দেশের বাজারে স্যামসাং যখন তার নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস২০ আল্ট্রার প্রি-বুকিং নিচ্ছে এই সময়ে হ্যান্ডসেটটির ক্যামেরায় সমস্যা ধরা পড়েছে। রিভিউ ভিত্তিক ওয়েবসাইট পিসি ম্যাগ ও ইনপুটের রিভিউতে এই সমস্যার বিষয়টি উঠে এসেছে। এরপর স্যামসাং নির্দিষ্ট কোনো সমস্যার কথা উল্লেখ না করলেও জানিয়েছে, ক্যামেরার উন্নতির জন্য কাজ করছে তারা। তবে কখন ওই সমস্যাহীন ক্যামেরা বাজারে আসবে সেই বিষয়ে বিশেষ কিছুই জানায়নি তারা। সূত্র: দ্য ভার্জ
এক বিবৃতিতে স্যামসাং জানায়, স্যামসাংয়ের গ্যালাক্সি এস ২০-তে যুগান্তকারী ও উন্নততর ক্যামেরা রয়েছে। গ্রাহকদের সেরা সেবা দিতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। এই চলমান প্রক্রিয়ায়, ক্যামেরার আরও ভালো অভিজ্ঞতা দিতে আমরা আপডেট আনছি।
পিসি ম্যাগ ও ইনপুটের রিভিউতে বলা হয়, হ্যান্ডসেটটির অটো ফোকাসে সমস্যা রয়েছে, কিছু সময় কোনো বিষয়ে লক হতে সময় নেয় এবং অনেকক্ষেত্রেই সেটা হয়ই না।
প্রসঙ্গত, দেশের বাজারে এরই মধ্যে এস ২০+ ও এস২০ আল্ট্রার প্রি-বুকিং নিতে শুরু করেছে স্যামসাং। চলতি মাসের ২০ তারিখ থেকে হ্যান্ডসেটটি দেশের বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।