সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড করলেন পোলার্ড
ক্রিকেট ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ৫০০ টি-টোয়েন্টি খেলার কীর্তি গড়লেন কাইরন পোলার্ড। মাইলফলকের ম্যাচটি তিনি স্মরণীয় করে রাখলেন দুর্দান্ত জয়ে। বুধবার (৪ মার্চ) শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২৫ রানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।
শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে ক্যারিবিয়ানরা। কঠিন লক্ষ্যে খেলতে নেমে লঙ্কানরা ১৯.১ ওভারে ১৭১ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা। সহজ জয়ে দুই ম্যাচের সিরিজ ১-০তে এগিয়ে গেছে সফরকারীরা।
ব্যাট হাতে নিজের ৫০০তম টি-টোয়েন্টিতে ১৫ বলে ৩ চার ও ২ ছক্কায় পোলার্ড খেলেন ৩৪ রানের ঝড়ো ইনিংস। আন্দ্রে রাসেল ছিলেন আরো ভয়ঙ্কর। ১৪ বলে ২ চার ও ৪ ছক্কায় করেন ৩৫ রান। তবে ক্যারিবিয়ানদের সর্বোচ্চ রান এসেছে লেন্ডল সিমন্সের ব্যাট থেকে, এই ওপেনার ৫১ বলে অপরাজিত থাকেন ৬৭ রানে। ব্রেন্ডন কিং ২৫ বলে করেন ৩৩। বল হাতে একটি করে উইকেট পেয়েছেন লাসিথ মালিঙ্গা, ইসুরু উদানা ও ভানিন্দু হাসারঙ্গা।
১৯৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ওশান টমাসের তোপে দিশেহারা শ্রীলঙ্কা। দলীয় ৫৬ রানে ৫ উইকেট হারিয়ে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায় তারা। যদিও বিপর্যয় কাটিয়ে ভালো অবস্থানে এসেছিল স্বাগতিকরা কুশল পেরেরা ও হাসারঙ্গার ব্যাটে। কুশল ৩৮ বলে ৬ চার ও ৩ ছক্কায় করেন ৬৬ রান। আর হাসারঙ্গা ৩৪ বলে করেন ৪৪ রান। টমাস ৩ ওভারে ২৮ রান দিয়ে পেয়েছেন ৫ উইকেট। ২ উইকেট নিয়েছেন রোভম্যান পাওয়েল।