হ্যান্ডশেক না করে নমস্কার বা সালাম জানানোর পরামর্শ সালমানের
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সময়টাতে কারও সঙ্গে হ্যান্ডশেক না করে নমস্কার বা সালাম জানানোর পরামর্শ দিয়েছেন বলিউড অভিনেতা সামলান খান। এক্ষেত্রে মানুষকে উৎসাহ দিতে সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও আপলোড করেছেন তিনি।
সালমান খান বিইং নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওই ছবি পোস্ট করে লেখা হয়েছে, নমস্কার... আমাদের সভ্যতায় নমস্কার অথবা সালাম রয়েছে। যখন করোনা ভাইরাসের সংক্রমণ শেষ হয়ে যাবে তখন ফের হ্যান্ডশেক বা করমর্দন করা যাবে বা গলা মেলানো যাবে।
করোনা ভাইরাস বিশ্বব্যাপী এখন আতঙ্কের নাম। বিশ্বের ৬৩ টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। চীন থেকে সংক্রমিত হওয়া এই ভাইরাস ভারতেও ঢুকে পড়েছে। এমনই সময় ভক্তদের প্রতি সালমান খান সতর্কতা জানালেন।