ফায়ার সার্ভিসের ২২টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাজধানীর মিরপুরের বস্তির আগুন নিয়ন্ত্রণে
বুধবার (১১ মার্চ) সকালের ওই আগুন দুপুর সাড়ে ১২টার কিছুক্ষণ পর নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে আগুনে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যায়নি।তবে আগুনে বস্তির শতাধিক ঘর পুড়ে গেছে।
এর আগে সকাল পৌনে ১০টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই জানা যায়নি।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল সিকদার সময় নিউজকে বলেন, সকাল ৯টা ৪৫ মিনিটে রূপনগর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রথমে আমাদের ১১টি ইউনিট পরে পর্যায়ক্রমে ১৬ এবং ২২টি ইউনিট সেখানে কাজ শুরু করে। দুপুর সাড়ে ১২টার কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে।