কাতারে সব দোকানপাট বন্ধ
করোনাভাইরাস সংক্রমণের কারণে অভিবাসী ও নাগরিকদের নিরাপত্তার জন্য কাতারে সকল দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে গণপরিবহন, মেট্রোরেল, স্কুল কলেজ, মসজিদও। শুধুমাত্র খাদ্যসামগ্রী বিক্রির দোকান ও ফার্মেসি খোলা থাকবে।
কাতারে কোভিড-নাইনটিন সংক্রমণ ঠেকাতে সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার সরকার, করোনা সংক্রমণ রুখতে বুধবার (১৮ মার্চ) সকাল থেকে সকল দোকানপাট বন্ধ ঘোষণা কর হয়েছে।
দোকানপাট বন্ধ ঘোষণা করায় প্রবাসীদের মঙ্গল হবে বলেই মনে করেন প্রবাসী বাংলাদেশিরা।
কাতার বাংলাদেশ কমিউনিটির নেতা নুর মোহাম্মদ বলেন, করোনা সংক্রমণ থেকে অভিবাসীদের নিরাপত্তার জন্য কাতার সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে। এরিমধ্যে কাতারের সব সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা একেবারে ফ্রি করে দেওয়া হয়েছে।
এ পর্যন্ত আরবের বিভিন্ন দেশের চেয়ে কাতারে বেশি লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৪২ জনে দাঁড়িয়েছে।
করোনাভাইরাসের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে কাতারের শিল্পাঞ্চল সানাইয়ায় ১ নাম্বার থেকে ৩২ নাম্বারের সকল রাস্তা, বন্ধ থাকবে ওই এলাকায় বসবাসরত সকলের কাজকর্ম। ওই এলাকায় কর্মহীন শ্রমিকদের কাতার সরকারের পক্ষ থেকে বেতন দেওয়া হবে।