নড়াইলে হোম কোয়ারেন্টাইনে ১০৯ জন
নড়াইল প্রতিনিধি
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে নড়াইলে ১০৯ জন হোম কোয়ারেন্টাইনে আছেন।
শুক্রবার (২০ মার্চ) ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধে সচেতনতা মুলক আলোচনা সভায় এ তথ্য জানান জেলা প্রশাসক আনজুমান আরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা।
এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ^াস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা. মো. আব্দুল মোমেন, সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. আব্দুস শাকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আবাসিক মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান বাবু প্রমুখ।
এছাড়া এ সময় সরকারি কর্মকর্তা, গণমধ্যম কর্মী, ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা তাঁর বক্তবে বলেন, ‘করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সচেতনার কোন বিকল্প নেই। একমাত্র প্রতিরোধই নিজে ও পরিবারকে বাঁচাতে পারে।
বিদেশ থেকে কেউ দেশে আসলে আপনাদের জানা মতে এমন কেউ থাকলে তাকে হোম কোয়ারেন্টাইন এ থাকতে হবে। কেউ এ নিয়ম না মানলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।’