শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করেন এসআই আলমগীর
মৌলভীবাজার প্রতিনিধি:
শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের কালাপুর বাজারস্থ দীর্ঘ্যদিন যাবৎ হাত ধোয়ার মতো কোন ব্যবস্থা ছিল না। প্রতিদিন বাজারে হাজারো ক্রেতার সমাগম ঘটলেও ছিল না বাজারে আসা মানুষের কোন হাত ধোয়ার ব্যবস্থা। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র ক্রয় করতে এসে করোনার মত জীবানু নিয়ে ঘরে ফিরছেন না বলে ছিল না কোন নিশ্চতা।
করোনা ভাইরাস নিয়ে আতংকে সবাই কিভাবে পরিত্রান পাওয়া যায় সেই দিকে জনপ্রতিনিধিরাসহ সবাই ঘরে বসে আছেন। অল্প টাকা দিয়ে এই মহামারি মোকাবেলার নামে কেউ নাই পাশে। নজরে আসে কালাপুর ইউনিয়নের দায়িত্বে থাকা বিট পুলিশিং এর শ্রীমঙ্গল থানার এস আই আলমগীর হোসেন এর তার সাথে যুক্ত হয় কালাপুর গ্রামের যুবকরা।
পরবর্তীতে পুলিশ ও যুবকদের সম্মন্নে যৌথ উদ্যোগে সাবান দিয়ে হাত ধোয়ার জন্য একটি পানি ট্রাংকি বসানো হয় কালাপুর বাজারস্থ। করোনা ভাইরাস নিয়ে জনসম্মুখে জনসচেতনা মুলক নানা নির্দেশনা মুলক বক্তব্যও রাখেন এস আই আলমগীর হোসেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) শ্রীমঙ্গল উপজেলার কালাপুর বাজারস্থ সাবান দিয়ে হাত ধোয়ার পানি ট্রাক স্থাপনের উদ্বোধন করেন এস আই আলমগীর ও এলাকার যুবকরা। এসময় উপস্থিত ছিলেন,কালাপুর যুব সমাজের একাংশ শাহীনুর রহমান শামীম,সাংবাদিক এ.কে.অলক,মো.ফরহাদ আহমদ,আলকাছ হাজারী,সামাদ মিয়া,আহাদ মিয়া,জাকির মিয়া,প্রমুখ।