সরকার লকডাউন খুলে দিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে রিজভী
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, লকডাউন খুলে দিয়ে সরকার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। করোনা ভাইরাসের কারণে নি¤œ আয়ের অসহায়, গরিব মানুষ, কৃষক-শ্রমিক যারা দিন আনে দিন খায় তাদের অবস্থা খুবই খারাপ। তাদের কথা চিন্তা করে বিএনপি সকল নেতাকর্মীদেরকে বলেছি আপনারা তাদের পাশে এসে দাঁড়ান। রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুই বছর অন্যায়ভাবে কারাবন্দি করে রাখা হয়েছিল।
বেগম খালেদা জিয়া আমাদেরকে নি¤œ আয়ের গরিব, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন। বিএনপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিনিয়ত খোঁজখবর রাখছেন। বিএনপি ১৩ লাখ পরিবারকে সহায়তা করেছে। এছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের নেতাকর্মীরা সারাদেশে ত্রাণ বিতরণ করছেন। শুক্রবার (৮ মে) গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে টঙ্গী বাজার এলাকায় ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সকার জাবেদ আহমেদ সুমন, গাজীপুর মহানগর যুবদলের সভাপতি প্রভাষক বশির উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন ভাট, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফ হোসেন হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অপরদিকে টঙ্গীর আউচপাড়া এলাকায় গাজীপুর মহানগর যুবদল সভাপতি প্রভাষক বসির উদ্দিনের নিজ বাড়িতে নি¤œ আয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ¦
হাসান উদ্দিন সরকার। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবদলের সভাপতি প্রভাষক বসির উদ্দীন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রিপন গাজীপুর মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি শহিদুল ইসলাম টুটুল, সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন ফারুক, এ কে এম কামরুজ্জামান বিপ্লব, মজিবর রহমান, শওকত বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাত হোসেন জুনা, প্রচার সম্পাদক বেনজীর রহমান খান টিটু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সেলিম কাজল, সদস্য নাজমুল খন্দকার সুমন, ইঞ্জিনিয়ার মনির হোসেন, সাগর আহমেদ, মিল্টন আহমেদ, লিটন মিয়া, শামীম বাবু, জনি আহমেদ, প্রিন্স, ছাত্রনেতা পত্যয় বেপারী, পুবাইল থানা যুবলীগের আহবায়ক মজিবর ও সদস্য সচিব আবুলসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীগণ। আলোচনা সভা শেষে নি¤œ আয়ের মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।