ভারত থেকে পেঁয়াজ আমদানির ঘোষণায় দুশ্চিন্তায় পড়েছেন কুষ্টিয়ার কৃষকরা।
এদিকে পেঁয়াজের চাষ স্বাভাবিক রাখতে বিনা সুদে ঋণ ও কৃষি উপকরণ দেয়ার আহ্বান অর্থনীতিবিদদের।
কুষ্টিয়ার কৃষকেরা এবার তাহেরপুরী কিং জাতের পেঁয়াজ চাষ করেছেন। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, কৃষকেরা ১২ হাজারের বেশি হেক্টর জমি থেকে পেঁয়াজ তুলছেন। চলতি মৌসুমে আবহাওয়া ভালো থাকায় জেলার ৬টি উপজেলায় ১ লাখ ৬৭ হাজার মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। যা গত অর্থবছরের তুলনায় ১৪ হাজার মেট্রিক টন বেশি। তবে ভরা মৌসুমে পেঁয়াজ আমদানির খবরে কমতে শুরু করেছে দাম। গত ৭ মে বাঁশগ্রাম বাজারে পেঁয়াজ ১ হাজার ৮শ’ টাকা মণ বিক্রি হয়েছে। অথচ দুদিন পরই গতকাল শনিবার কমলাপুর পেঁয়াজের হাটে দাম কমে ১ হাজার ১শ’ টাকা মণ বিক্রি হয়েছে।
কৃষক ও ব্যবসায়ীরা জানান, পেঁয়াজ আমদানি করা হলে ক্ষতিগ্রস্ত হবেন তারা। সরকার যেন তাদের দিকটা দেখেন। এমন অনুরোধ জানিয়েছেন তারা।