মডেল গ্রুপের ১২০০ পিপিই হস্তান্তর
সাজু হোসেন নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে মহামারী করোনাভাইরাস বা কোভিড-১৯ এর ফলে নারায়ণগঞ্জকে হটস্পট ঘোষনা করে আইডিসিআর । সে লক্ষে পুরো নারায়ণগঞ্জকে লকডাউন ঘোষনা করা হয়। হটস্পট নারায়ণগঞ্জে কোভিড-১৯ মোকাবেলায় কর্মরতদের সুরক্ষার জন্য মডেল গ্রুপের পক্ষ থেকে দুই ক্যাটাগরির পিপিই, সার্জিক্যাল মাক্স, হেন্ডগ্লাফস, ঘগস এর ১২০০ পিপিইর সেট তিনটি সেক্টরে হস্তান্তর করা হয়।
রবিবার দুপুরে একটি শিল্প প্রতিষ্ঠান মডেল গ্রুপের দেয়া ১২০০ পিপিই জেলা প্রশাসন, ৩শ’শয্যা বিশিষ্ট হাসপাতাল, সিটি করপোরেশন সহ হস্তান্তর করা হয়। এবং পর্যায় ক্রমে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে পিপিই পৌছে দেয়ার ঘোষনা দেন।এসময় চিকিৎসকদের ব্যবহারের জন্য ১২০০ পিপিই প্রদান করেন মডেল গ্রুপের কর্মকর্তারা।
এসময় উপস্থিত ছিলেন, মডেল গ্রুপের হেড অব এডমিন এন্ড এইআর অরূপ কুমার সাহা, জেনারেল ম্যানেজার মনির হোসেন, ম্যানেজার এডমিন এন্ড এইচআর কামাল হোসেন, এডমিন দেবাশিষ রায় সহ অন্যান্য কর্মকর্তারা।