গাংনীতে সন্তানকে বাঁচাতে গিয়ে অটো ভ্যানের ধাক্কায় মায়ের মৃত্যু
মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে সন্তানকে বাঁচাতে গিয়ে ফিরোজা খাতুন (৪৫) নামের এক গৃহবধূ অটো ভ্যানের ধাক্কায় মারা গিয়েছেন।২ সন্তানের জননী নিহত ফিরোজা খাতুন গাংনী পৌর এলাকার ফতাইপুর গ্রামের প্রবাসী লাল্টু হোসেনের স্ত্রী।আজ (মঙ্গলবার) বিকেল ৫ টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় ফিরোজা মারা যান। এর আগে সকাল ১১টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ফতাইপুর গ্রামের নিজ বাড়ির সামনে অটোভ্যানের ধাক্কায় তিনি আহত হয়েছিলেন।
স্থানীয়রা জানান,ফিরোজা গাংনী উপজেলা শহর থেকে চার্জার লাইট মেরামত করে নিয়ে একটি অটোভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। সে বাড়ির নিকটে পৌঁছালে,তার ছোট ছেলে হুসাইন বাড়ি থেকে দৌড়ে মায়ের দিকে আসতে গিয়ে ভ্যানে চাপা পড়ার উপক্রম হয়। ফিরোজা ভ্যান থেকে নেমে সন্তানকে দূর্ঘটনা থেকে বাঁচাতে গেলে,
অপর একটি অটোভ্যানের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা উদ্ধার করে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। বিকেল ৫টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে মৃত্যুর খবর শুনে নিহত ফিরোজাকে দেখতে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ছুটে যান গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম।