মানবপাচার ও অর্থ পাচারচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাজী শহীদ ইসলাম পাপুলকে রিমান্ডে নেয়া হয়েছে।
মানবপাচার ও অর্থ পাচারচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কুয়েতে গ্রেফতার বাংলাদেশের সংসদ সদস্য (এমপি) কাজী শহীদ ইসলাম পাপুলকে রিমান্ডে নেয়া হয়েছে।
কুয়েতের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন দেশটির পাবলিক প্রসিকিউশন। সোমবার (৮ জুন) দৈনিক গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গেল শনিবার রাতে কুয়েত সিটির মুশরিফ এলাকার বাসা থেকে লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পাপুলকে গ্রেফতার করে তাদের দপ্তরে নিয়ে যায় সিআইডি। এর আগেও তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগে কুয়েতের স্থানীয় পত্রিকায় খবর প্রকাশ হয়।