শেষ স্ট্যাটাসে মাকে নিয়ে যা লিখেছিলেন সুশান্ত
১৭ বছর আগে মারা যাওয়া মায়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে নিজের কষ্টের কথা জানিয়েছিলেন সুশান্ত সিংহ রাজপুত। রোববার (১৪ জুন) সকালে তার মৃত্যুর খবরে সোশ্যাল মিডিয়ায় তার করা শেষ পোস্টেই চোখ আটকে গেছে সবার। সেখানে- পরিষ্কার বোঝা যাচ্ছে, মন ভাল ছিল না সুশান্তের।
মৃত্যুর আগে শেষবারের মতো গত ৩ জুন ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে নিজের ছবির কোলাজ পোস্ট করে তিনি লিখেছেন, ‘চোখের জলে ঝাপসা হচ্ছে স্মৃতিগুলো / অথচ স্বপ্নের নিরন্তর আনাগোনা স্মিত হাসির মতো ঠোঁটে লেগে থাকে / বহমান জীবন, এই দুইয়ের সঙ্গে বোঝাপড়া... মা।’
জানা গেছে, কিশোর বয়সে মায়ের মৃত্যুর সেই আঘাত এখানো কাটিয়ে উঠতে পারেনি তিনি। একাধিক বার সংবাদমাধ্যমে নিজেই সে কথা জানিয়েছেন তিনি। প্রায়শই সোশ্যাল মিডিয়ায় মাকে নিয়ে পোস্টও করতেন তিনি।
ঠিক কী কারণে সুশান্ত আত্মহত্যা করেছেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে দীর্ঘদিন ধরেই তিনি অবসাদে ভুগছিলেন। এর আগেও মায়ের উদ্দেশে তার করা পোস্টে অবসাদের ছায়া ধরা পড়েছে।২০১৭ সালে টুইটারে মায়ের উদ্দেশে হাতে লেখা একটি চিঠি পোস্ট করেন তিনি। তাতে তিনি লেখেন, ‘চিরকাল আমার সঙ্গে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলে, আমিও কথা দিয়েছিলাম, যাই হোক না কেন মুখে হাসি ধরে রাখব। মনে হচ্ছে আমরা দু’জনেই ভুল ছিলাম মা।’