আবারও প্রেসিডেন্ট হবেন ট্রাম্প : জারিফ
আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের জয়ী হবেন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ। তিনি বলেন, এর কারণ সাম্প্রতিক সময়ে ট্রাম্পের জনপ্রিয়তা কমে গেলেও তার শক্তিশালী সমর্থন অব্যাহত আছে। স্থানীয় এক টেলিভিশনে সাক্ষাৎকার দেয়ার সময় এসব কথা বলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।
জারিফ বলেন, আমার মতে, ট্রাম্পের পুনঃনির্বাচিত হওয়ার সম্ভাবনা এখনও ৫০ শতাংশেরও বেশি আছে। এই সম্ভাবনা চার-পাঁচ মাস আগে যে রকম ছিলো বর্তমানে তা নেই। তবে তার গোড়া সমর্থকরা এখনো আগের মতোই আছে।
তিনি বলেন, তার এসব সমর্থক মোট ভোটারের ৩০-৩৫ শতাংশ। এরা যতদিন মত না পাল্টাবে ততদিন পর্যন্ত তার পুনর্নির্বাচনের সম্ভাবনা রয়েছে।
মিডল ইস্ট মনিটরের বরাতে জানা যায়, সাম্প্রতিক বছরগুলোতে পরমাণু চুক্তিকে কেন্দ্র করে ইরান-যুক্তরাষ্ট্র বিরোধিতায় নতুন মাত্রা পায়। মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তির কিছুদিন পরেই তা প্রত্যাখ্যান করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরানও ওই চুক্তির শর্তগুলো ভেঙে কড়া জবাব দিয়েছে।
মার্কিন যুক্ত্রাষ্ট্রের সাম্প্রতিক পরিসংখ্যান দেখলে বোঝা যায়, ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের থেকে বেশ পিছিয়ে আছেন ট্রাম্প। ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের জনপ্রিয়তা কমে যাওয়া এর অন্যতম কারণ বলে মনে করেন জারিফ। সেই জনসমর্থন ফিরে পেতে ট্রাম্প আবারো ইরানের সঙ্গে চুক্তি করতে চাইছেন।
এ প্রসঙ্গে এক টুইটে ট্রাম্প বলেন, ইরানকে বড় কোনো চুক্তির জন্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আমি জিততে যাচ্ছি, আপনারা এখনই অনেক ভালো একটি চুক্তি করবেন।
জাওয়াদ জারিফ বলেন, ট্রাম্প তার ভুলগুলোর পুনরাবৃত্তি করে চলেছেন। তিনি নিজেই সম্ভবত এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, ইরানের বিরুদ্ধে তার সর্বোচ্চ চাপ দেয়ার নীতিগুলো ব্যর্থ হয়েছে। সেই জন্য নির্বাচনে জয়ী হওয়ার লক্ষ্যে সেই ভুল শোধরানোর চেষ্টায় আছেন।