আইপিএলের সূচি ফাঁস!
টি২০ বিশ্বকাপের ভাগ্য এখনো জানায়নি আইসিসি। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া একপ্রকার জানিয়েই দিয়েছে, বিশ্বকাপ আয়োজন করা কার্যত সম্ভব নয়। এর মধ্যেই আইপিএল আয়োজনের তোড়জোড় শুরু করে দিল বিসিসিআই।
এর মধ্যেই হাঁড়ির খবর ফাঁস করে দিল ভারতীয় একটি প্রচারমাধ্যম। আজ মুম্বাই মিরর নামের এক দৈনিক পত্রিকায় খবর প্রচার হয়েছে যে, আগামী ২৬ সেপ্টেম্বর শুরু হবে আইপিএলের ১৩তম আসর। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৮ নভেম্বর। ব্যাঙ্গালুরু এবং চেন্নাইতে টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচ আয়োজন হবে বলে প্রতিবেদনে জানানো হয়।
করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে গেছে ভারতের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট। ফাঁকা স্টেডিয়ামে হলেও টুর্নামেন্ট আয়োজন করতে আদাজল খেয়ে নেমেছে তারা। প্রয়োজনে টুর্নামেন্ট শ্রীলঙ্কাতেও আয়োজন করা হতে পারে। সম্প্রতি ভারতের কিংবদন্তি সুনিল গাভাস্তার এমনই ইঙ্গিত দিয়েছেন।
বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। উপমহাদেশেরও অনেক দেশে আতঙ্ক কিছুটা হলেও কমেছে। ব্যতিক্রম শুধু বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। তিনটি দেশেই কোভিড-১৯ ভাইরাসটি জেঁকে বসেছে। এদের মধ্যে ভারতের অবস্থা বেশি নাজুক। তবে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আইপিএল আয়োজন করার নীরব পরিকল্পনা সাজাচ্ছে বিসিসিআই।
আইসিসির একটি সূত্রের খবর, এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন সম্ভব হবে না। আগামী বছর অস্ট্রেলিয়ায় মাঠে গড়াতে পারে বিশ্বকাপ। এটা ভেবেই আইপিএলের সূচি বানিয়েছে বিসিসিআই। সেটাও ফাঁসও হয়ে গেল!