প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ১৬ টাকা দরে!
পাইকারি ও খুচরা বাজারে কমতে শুরু করেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাড়ার সাথে সাথে স্থলবন্দর ও আড়ৎগুলিতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬ থেকে ১৭ টাকা দরে।
আর কম দামে পেঁয়াজ কিনতে পেরে খুশি পাইকাররা। হিলি স্থলবন্দরে কাঁচামাল আমদানিকারক বাবলুর রহমান জানান, দীর্ঘদিন বন্ধের পর শুরু হয়েছে রেলপথ ও সড়ক পথে ভারত থেকে পেঁয়াজ আমদানি।
সামনে যেহেতু কোরবানি ঈদ অন্যান্য সময়ের চেয়ে এসময় পেঁয়াজের চাহিদা বেড়ে যায়। একারণে দেশের বিভিন্ন বন্দর ও রেলযোগে পেঁয়াজের আমদানি বৃদ্ধি পেয়েছে, যা চাহিদার তুলনায় অনেক বেশি।
তার পরও দেশের বিভিন্ন জেলাকে রেড জোন ঘোষণা করার কারণে ও পেঁয়াজের চাহিদা কমেছে। যার কারণেই মূলত পেঁয়াজের দাম কমেছে।
হিলি কাস্টমস তথ্য মতে, গেলো সপ্তাহের ৭ কর্ম দিবসে এই বন্দর দিয়ে ভারতীয় ২শ ৭৮ ট্রাকে ৫ হাজার ৮শ ৮৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হলেও চলতি সপ্তাহের প্রথম দুই কর্ম-দিবসে ৭০ ট্রাকে ১ হাজার ৭শ মেট্রিক পেঁয়াজ আমদানি হয়েছে। দিন দিন পেঁয়াজ আমদানি বাড়ছে।