ঘুরে দাঁড়াতে চায় মেসির বার্সা
টেবিলের শীর্ষে উঠতে আবারো মাঠে নামছে মেসির বার্সেলোনা। ঘরের মাঠে ক্যাম্প ন্যু'তে অ্যাতলেটিকো বিলবাওকে আতিথ্য দিবে বার্সা। জয়ের মিশনে ফিরতে মরিয়া স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। দু'দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
লা লিগার পয়েন্ট টেবিলে যেন ইঁদুর দৌড় খেলা চলছে। কখনো বার্সা এগিয়ে তো আবার কখনো রিয়াল মাদ্রিদ। একদলের একটুখানি দূর্বলতা, আরেকদলের আর্শিবাদের মতো। গেল ম্যাচে ড্র করায় শীর্ষে থাকা বার্সাকে টপকে গেছে রিয়াল।
মেসিদের সামনে আবারো সুযোগ এগিয়ে যাবার। গেল ম্যাচে গোলশূন্য ড্র'য়ের ক্ষত কাটিয়ে উঠতে মরিয়া কিকে সেতিয়েনের শীষ্যরা। সেভিয়ার বিপক্ষে হতাশ হয়েছিলেন মেসি ভক্তরা। জয়তো আসেইনি উল্টো ক্যারিয়ারের ৭শ' তম গোল করার সুযোগটাও হারান বার্সা তারকা মেসি। তবে বিলবাওয়ের বিপক্ষে দলের জয়ের পাশাপাশি ব্যক্তিগত অর্জনটাও সমৃদ্ধ করার সুযোগ মেসির সামনে।
ঘুরে দাঁড়ানোর ম্যাচে বার্সার প্রতিপক্ষ অ্যাতলেটিক বিলবাও। প্রতিপক্ষে চেয়ে যোজন এগিয়ে মেসি-সুয়ারেজরা। তাতে অবশ্য আত্মতৃপ্তিতে ভুগতে চায় না কিকে সেতিয়ান বাহিনী।
পরিসংখ্যান বলছে, লা লিগায় গেল তিন ম্যাচে অ্যাতলেটিকো বিলবাওয়ের বিপক্ষে জয়ের দেখা পায়নি বার্সা। হারের বৃত্ত থেকে বের হতে নিজেদের সেরাটা দেয়ার অপেক্ষায় স্প্যানিশ জায়ান্টরা। ক্যাম্প ন্যু'তে দু'দলের লড়াইয়ে বরাবরই এগিয়ে বার্সেলোনা। মুখোমুখি ৩৪ ম্যাচে বার্সা জয় পেয়েছে ১৭টিতে। বিপরীতে ৮টিতে জয় বিলবাওয়ের। তাই ঘরের মাঠে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে বার্সা।
তবে এগিয়ে যাবার লড়াইয়ে বিলবাও গড়বে শক্ত প্রতিরোধ। গেল পাঁচ ম্যাচে কোন ম্যাচেই হারের তিক্ততা নেই তাদের। তিন জয় আর দুই ড্র। এমন আত্মবিশ্বাস নিয়ে বার্সেলোনাকে সামাল দিতে চায় ক্লাবটি। তাই দু'দলের লড়াইটা একপেশে হবে না তা বলাই যায়।
তবে ইনজুরি আছে বার্সা শিবিরে। রবার্তো, ডেমবেলে আর মিডফিল্ডার ফ্র্যাঙ্কিকে দেখা যাবে না এই ম্যাচে। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচে ফিরবেন উমতিতি।পয়েন্ট টেবিলে ৩০ ম্যাচে বিলবাওদের পয়েন্ট ৪২। সমান ম্যাচে বার্সার পয়েন্ট ৬৫।