এবার টাইগারদের নিউজিল্যান্ড সিরিজও স্থগিত
এই মাসেই নির্ধারিত অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল অনেক আগেই। আগস্ট-সেপ্টেম্বরে অজিদের তাসমান প্রতিবেশী নিউজিল্যান্ডের সফরেরও যে একই পরিণতি হচ্ছে, সেটিও মোটামুটি নিশ্চিত ছিল।
বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণাই। সেটিই কাল সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটো টেস্ট খেলতে আগস্টে বাংলাদেশে আসছে না কিউইরা। বর্তমান করোনা পরিস্থিতিতে দুই দেশের বোর্ডই সফরটি স্থগিত করে পরে সুবিধাজনক কোনো সময়ে দুই টেস্টের সিরিজের সূচী নির্ধারণে কাজ করতে একমত হয়েছে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এই সিদ্ধান্তের ব্যাখ্যায় বলেছেন, ‘কোভিড-১৯ মহামারীর সময়ে আগস্টে একটি পূর্ণাঙ্গ সিরিজ আয়োজনের প্রস্তুতি নেওয়া বিশাল এক চ্যালেঞ্জ।
আমরা খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং সংশ্লিষ্ট অন্যদের নিরাপত্তা এবং স্বাস্থ্য নিয়ে তাই কোনো ঝুঁকি নিতে পারি না।
‘ সেই সঙ্গে তিনি আরো যোগ করেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে সিরিজ পিছিয়ে দেওয়াকেই সামনে এগোনোর সেরা উপায় বলে মনে করেছে বিসিবি এবং নিউজিল্যান্ড বোর্ড।
আমরা বুঝতে পারছি দুই দলেরই খেলোয়াড়, কর্মকর্তা ও ভক্তদের জন্য এটি কতখানি হতাশার। এই সিদ্ধান্তের পেছনের যুক্তি বুঝতে পারায় অবশ্যই ধন্যবাদ প্রাপ্য এনজেডসি’রও (নিউজিল্যান্ড ক্রিকেট)।’