গোপালগঞ্জে নকল প্রসাধনী আগুনে পুড়িয়ে ধ্বংস, মালিককে জেল-জরিমানা
গোপালগঞ্জে অভিযান চালিয়ে জব্দকৃত ৫ লক্ষাধিক টাকার নকল প্রসাধনী আগুনে পুড়িয়ে ধ্বংস ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ সালাউদ্দিন দীপু উপস্থিত থেকে এসব পন্য ধ্বংস করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ সালাউদ্দিন দীপু জানান, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের ডিসি রোড এলাকার একটি বাড়ীতে অভিযান চালালো হয়।
এসময় ওই বাড়ী থেকে বিপুল পরিমান নকল স্যানেটাইজার, মাস্ক, ক্রিম, মেহেদী, প্রসাধনী পণ্য তৈরীর উপকরণ এবং দেশী-বিদেশী নামী-দামী কোম্পানীর স্টিকার লাগালো প্রসাধনী জব্দ করা হয়। নকল প্রসাধনী তৈরীর দায়ে কারখানার মালিক জুয়েল রায়কে আটক করে এক বছরের জেল ও এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের জেল দেয়া হয়েছে। এসময় কারখানাটি সীলগালা করে দেয়া হয়েছে।
পরে বৃহস্পতিবার দুপুরে জব্দকৃত ৫ লক্ষাধিক টাকার নকল প্রসাধনী ও বিভিন্ন মালামাল পৌরসভার ডাম্পে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।