মহামারির কারণে বিমান তৈরির হার ৪০ শতাংশ কমাবে এয়ারবাস
করোনা মহামারির কারণে আগামী ২ বছর বিমান তৈরির হার ৪০ শতাংশ কমাবে ইউরোপের বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস।
কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ১৫ বছরের মধ্যে বর্তমানে সবচেয়ে কম উৎপাদনে আছে এ বিমান নির্মাতা প্রতিষ্ঠান। ২০২০ ও ২০২১ সালে লক্ষ্যমাত্রার চেয়ে ৪০ শতাংশ কম হবে বিমান তৈরি। এর মানে প্রতি মাসে মাত্র ৪০টি বিমান তৈরি হবে এয়ারবাসের।
কোম্পানি কর্তৃপক্ষ বলছে, অবস্থানও লোকসানের কারণে ১০ থেকে ১৫ বছর আগের অবস্থানে পৌঁছাবে। ২০২৩ থেকে ২০২৫ সালে পূর্বের লাভজনক অবস্থানে পৌঁছাতে পারে এয়ারবাস।