বায়ার্নের শিরোপা জয়ের রাতে লেভানডোভস্কির রেকর্ড
জার্মান কাপে প্রথম খেলোয়াড় হিসেবে অনন্য কীর্তি গড়লেন পোল্যান্ডের ফুটবলার রবার্ট লেভানডোভস্কি। তার জোড়া গোলে বায়ার লেভারকুজেনকে হারিয়ে জার্মান কাপে চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ। ৪-২ গোলের ম্যাচে বায়ার্নের হয়ে বাকি দুটি গোল করেছেন ডেভিড আলাবা ও সের্গি জিনাব্রি।
সম্প্রতি টানা অষ্টমবারের মতো বুন্দেসলিগার শিরোপা ঘরে তুলেছে বায়ার্ন মিউনিখ। এবার জার্মানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ এ প্রতিযোগিতায় টানা দ্বিতীয় ও রেকর্ড ২০তম বার চ্যাম্পিয়ন হলো দলটি।
ডেভিড আলাবা আর সার্জ গ্যানাব্রির প্রথমার্ধের দুই গোলে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে বিরতির আগেই শক্ত অবস্থানে চলে গিয়েছিল বায়ার্ন। এরপর লেভানডফস্কি ৫৯ মিনিটে করেন ম্যাচের প্রথম গোল। ম্যানুয়েল নয়্যারের দেওয়া লং বল নিয়ন্ত্রণে এনে ৩০ গজ দূর থেকে শট করেছিলেন লেভানডফস্কি। লেভারকুসেন গোলরক্ষকও ছিলেন না সতর্ক। সেখান থেকেই মৌসুমের ৫০ তম গোল পেয়ে যান পোলিশ স্ট্রাইকার। সেইসাথে প্রথম খেলোয়াড় হিসেবে চারটি জার্মান কাপ ফাইনালে গোল করার কীর্তি গড়েন তিনি।
৮৯ মিনিটে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করে দ্বিতীয় গোলটি করেন লেভানডফস্কি। এর আগে অবশ্য বেন্ডার ৬৩ মিনিটে লেভারকুসেনের হয়ে এক গোল শোধ দিয়েছিলেন। যোগ করা সময়ে পেনাল্টি থেকেও কাই হাভার্টজ লেভারকুসেনের হয়ে দ্বিতীয় গোল করেন। তবে শক্তিশালী বায়ার্নের সামনে আর সেসব কোনো কাজে আসেনি লেভারকুসেনের।
লেভারকুসেনের অপয়া ফাইনালের ধারাটা তাই এই ম্যাচের পর বাড়ল আরও। চ্যাম্পিয়নস লিগ ফাইনাল, ৩ জার্মান কাপ ফাইনালসহ ৫ বার বুন্দেসলিগায় দ্বিতীয় হওয়া ক্লাবটি সবশেষ শিরোপা জিতেছিল ১৯৯৩ সালে।
এই ম্যাচের পর অবশ্য দুই দলের কারই মৌসুম ফুরিয়ে যাচ্ছে না। চেলসিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার পথে এক ধাপ দিয়ে রেখেছে বায়ার্ন মিউনিখ। ৪৪ ম্যাচে ৫১ গোল করা লেভানডফস্কির সামনে ট্রেবল পূরণ করার পথও খোলা। আর লেভারকুসেন তাদের ‘দুর্ভাগা’ বদনাম ঘোচানোর আরেকটি সুযোগ পাবে এবারই। ইউরোপা লিগে এখনও টিকে আছে তারা।