বিদেশে বসেই কোরবানির পশু কিনতে পারবেন প্রবাসীরা
৬ষ্ঠবারের মতো অনলাইন কোরবানির হাট বসাতে যাচ্ছে বেঙ্গল মিট। করোনা মহামারীর এই সময়ে ক্রেতা ও তার পরিবারের সুরক্ষায় এটি খুব ভালো উদ্যোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পশু বাছাই এবং দাম পরিশোধ করাসহ হাটের যাবতীয় কাজ করা যাবে অনলাইনে।
সব কার্যক্রম অনলাইনভিত্তিক হওয়ায় বিশ্বের যে কোনো প্রান্ত থেকে পশু কিনতে এবং দাম পরিশোধ করতে পারবেন ক্রেতারা। অনলাইনে এসব পশুর স্টেরয়েড, এফএমডি, এনথ্রাক্স ও গ্রোথ হরমোনমুক্ত সম্পূর্ণ নিরাপদ ও সুস্থতার বিষয়ে দেখভাল করবে বেঙ্গল মিট।