টঙ্গীতে পানি বন্দী হাজারো পরিবার
বদরুল আলম রায়হান, গাজীপুর
শিল্প নগরী গাজীপুরের টঙ্গী নামাবাজার বস্তিতে বসবাস করা সমাজের নিন্মআয়ের মানুষগুলো এখন বন্যায় দিশেহারা।
গত কয়েকদিনের বন্যা পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় তলিয়ে গেছে অনেক বসত ঘর, রাস্তা, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। এতে করে গৃহবন্দী হয়ে পরেছে হাজার হাজার মানুষ।
সরেজমিনে দেখা গেছে, তুরাগ নদের তীরবর্তী স্থানে হওয়ায় বন্যার পানিতে দ্রুত প্লাবিত হয়েছে এই এলাকা। প্রায় রাস্তাই এখন পানিতে ডুবে গেছে। অনেকাংশেই বাড়ির আঙ্গিনায় পানি নিচে রয়েছে । পানিবন্দী অনেক পরিবার বাড়ির আঙ্গিনায় কোমর পানিতে কলার ভেলায় করে তাদের সাংসারিক কাজকর্ম সারছেন।
বন্যার পানিতে রোগ বালাই ছড়ানোসহ স্বাস্থ্য ঝুঁকিতে পরেছে পানিবন্দী মানুষ। সাপ, জোঁক,ও মশার উপদ্রব বেড়েছে আশংকাজনক হারে। এছাড়াও খাদ্য ও বিশুদ্ধ পনির সংকটের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে এখানকার নিম্ন আয়ের পরিবারগুলোর।
স্থানীয়রা জানান, করোনা ও বন্যার সার্বিক পরিস্থিতিতে তারা এখন দিশেহারা। পাচ্ছেন না কোন ত্রান সহয়তা। কর্মহীন হয়ে পরা অনেকে তাই দ্বারে দ্বারে সাহায্যর জন্য ঘুরছেন।
দুর্যোগময় পরিস্তিতিতে পরিবার পরিজন নিয়ে পানিবন্দী হয়ে মানবেতর দিন যাপন করছেন তারা।