নিপীড়িত ও শোষিত মানুষের মুখে হাসি ফুটাতে পারলেই সোনার বাংলা গড়া সম্ভব - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
বদরুল আলম রায়হান গাজীপুর:
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই শাহাদত বার্ষিকীতে আমরা মনে করেছি, যেসব
নিপীড়িত ও শোষিত মানুষ রয়েছে যাদের নিয়ে বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন হাসি ফুটাবার। আজকের আয়োজনের মাধ্যমে যদি সেসব মানুষের মুখে
হাসি ফুটাতে পারি তবে বাংলাদেশ সোনার বাংলা হবে। সেই স্বপ্নকে ধারণ করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও অনগ্রসর বেদেদের ভাতা দেয়া হচ্ছে।
তিনি আজ বিকেলে স্থানীয় টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ উচ্চ বিদ্যালয় মাঠে শহর সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে বয়স্ক, বিধবা ও অনগ্রসর বেদেদের ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম নূরু, আবুল হোসেন, মহানগর আওয়ামলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, শহর সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা আমানউল্লাহ। অনুষ্ঠানে প্রায় ৩ হাজার বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও বেদে সম্প্রদায়ের হাতে ভাতার কার্ড প্রদান করা হয়।
এসময় স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংঘটনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।