ঘাতকের ঘরে ঘাতকের জন্ম হয়েছে - যুবলীগের রাসেল সরকার
বি.এ. রায়হান, গাজীপুর:
গাজীপুর মহানগরে যুবলীগের ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে দোয়া ও তবারক বিতরণ করে গাজীপুর মহানগর যুবলীগ। অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় ১ মিনিট দাঁড়িয়ে থেকে নীরবতা পালন করা হয়। মহানগর যুবলীগের যুগ্নআহ্বায়ক এস এম আলমগীরে সঞ্চালনায় যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল অনুষ্টানের সভাপতিত্ব করেন। এসময় তিনি বলে ১৯৭৫ সালে ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে স্ব পরিবারে হত্যার নেপথ্য ছিল ঘাতক জিয়া। তারই কুলাঙ্গার সন্তান তারেক জিয়ার নেতৃত্বে ২১শে আগষ্টের গ্রেনেড হামলা করা হয় এতে একটা বিষয় প্রমাণিত হয় ঘাতকের ঘরে ঘাতকের জন্ম হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু সোনার ছেলে তৈরীর লক্ষে যুবলীগ গঠন করেছিলেন। তাই প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে যুবলীগকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। এসময় বিশেষ অতিথি হিসাবে মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আলীম উদ্দীন বুদ্দিন, সেচ্ছাসেবক লীগ সভাপতি সঞ্জিত কুমার মল্লিক বাবু সহ মহানগর যুবলীগের সর্বস্তরের নেতাকার্মীরা উপস্থিত ছিলেন।