বিসিকে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ও স্ট্রাটেজিক প্লান বিষয়ক দুটি প্রশিক্ষণ সমাপ্ত
রাজধানীতে বিসিক কর্মকর্তাদের ৬ দিনব্যাপী ‘এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট- শিল্প উদ্যোক্তা উন্নয়ন’ বিষয়ক এক প্রশিক্ষণ শেষ হয়েছে। এটি যৌথভাবে আয়োজন করে বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প। বৃহস্পতিবার বিকেলে উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটিতে এ প্রশিক্ষণ শেষ হয়।
আবাসিক এ প্রশিক্ষণে বিসিকের প্রধান, জেলা ও আঞ্চলিক কার্যালয়ের ৩০ জন প্রশিক্ষক ও কর্মকর্তা অংশগ্রহণ করেন। এর আগে আরো চার ব্যাচে ৯৮ কর্মকর্তাকে এ প্রশিক্ষণ দেয়া হয়।
অন্যদিকে স্কিটিতে বিসিক ও প্রিজম প্রকল্পের আয়োজনে ‘স্ট্রাটেজিক প্লান’ বিষয়ক তিন দিনব্যাপী আরেকটি আবাসিক প্রশিক্ষণও শেষ হয়েছে। এ প্রশিক্ষণে বিসিকের ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। দুই ব্যাচে ৫০ বিসিক কর্মকর্তাকে এ প্রশিক্ষণ প্রদান করে প্রিজম প্রকল্প।
প্রশিক্ষণ দুটি শেষে কর্মকর্তাদের সনদ প্রদান করা হয়।