টঙ্গীতে অসহায় ভাতিজির সম্পত্তি জবর দখলের অপচেষ্টার অভিযোগ
বি এ রায়হান, গাজীপুর:
গাজীপুরের টঙ্গী বাজারে প্রভাবশালী দুই চাচার বিরুদ্ধে আপন ভাতিজির সম্পত্তি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে স্থানীয় আনারকলি রোডে এক সংবাদ সম্মলেন অনুষ্ঠতি হয়ছে। সংবাদ সম্মলেনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তভোগী ছন্দা আক্তার।
এ সময় উপস্থতি ছিলেন এলাকাবাসী আসাদুজ্জামান, আতিকুর রহমান, বিথী আক্তার, সুমি আক্তার, বেবী আক্তার, ঝুমা রানী দাস প্রমুখ।
ভূক্তভোগী ছন্দা আক্তার জানান, আমার বাবা আলীবুদ্দিন খান পৈত্রিকসূত্রে মালক হয়ে আনারকলি রোডের আরএস-১৬৮ দাগে সোয়া ৬শতাংশ জমিতে দোকানপাট তৈরী করে ভাড়া দিয়ে সেই টাকায় সংসার চালাতেন। বাবা মারা যাবার আগেই আমরা দুই বোন ও আমার ভাইয়ের মেয়ের নামে হিস্যা অনুয়াযী সম্পত্তি দলিল করে দখল বুঝিয়ে দিয়ে গেছেন। আমার দোকানপাট থেকে গত এক বছর যাবত নিয়মিত ভাড়া উঠিয়ে আমাদের সংসার চালাচ্ছি। গত পহলো অক্টোবর হঠাৎ করে আমার বাবা মারা যান। বাবা মারা যাবার পর থেকেই আমার দুই প্রভাবশালী চাচা আলী আমজাদ খান ও আলী আসাদ খান ওই সম্পত্তি জবর দখলের অপচষ্টো চালিয়ে আসছেন এবং দোকানের ভাড়াটিয়াদের ভাড়া দিতে নিষেধ করছেন। দোকানে ভাড়া তুলতে গেলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করছেন। আমার সম্পত্তি গ্রাস করার জন্য তারা জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে বিভিন্ন অর্কাযকর ও ভূয়া দলিল তৈরী করছেন।
এবিষয়ে যোগাযোগ করা হলে অভযিুক্ত আলী আমজাদ খান বলেন, আমরা কারো সম্পত্তি জবর দখল করি নাই। আমার ভাই মৃত আলীবুদ্দিন খানের দুই মেয়ে ছন্দা আক্তার এবং নূর জাহান বেগম কল্পনা এবং তার মৃত ছেলে বাবু খানের সোয়াদ নামে এক মেয়ে রয়েছে কিন্তু কল্পনা ও সোয়াদকে বঞ্চতি করে ছন্দা প্রতারণার মাধ্যমে সব সম্পত্তি একা ভোগ করতে চায়। তাই তাদরে ওয়ারশিগণের মধ্যে সমস্যার সমাধান না হওয়া র্পযন্ত ভাড়াটিয়াদের দোকান ভাড়া দিতে নিষেধ করেছি।