প্রেস কাউন্সিল আইন সংশোধন হচ্ছে: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, প্রেস কাউন্সিল আইন সংশোধন হচ্ছে, শিগগিরই মন্ত্রিসভায় উঠবে। এতে প্রেস কাউন্সিলের ক্ষমতা ও কাজের পরিধি আরও বাড়বে।
শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে তথ্য ভবন মিলনায়তনে সাংবাদিকদের প্রেস কাউন্সিল পদক প্রদান অনুষ্ঠান একথা জানান তিনি।
তথ্যমন্ত্রী জানান, চার হাজার সাংবাদিককে করোনাকালীন সহায়াতা দেয়া হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষ মৌলিবাদকে উসকে দিচ্ছে, তাদের বিষয়ে সতর্ক থাকার আহবানও জানান তিনি।
অনলাইন মিডিয়ার জন্য রেজিস্ট্রেশনের কাজ চলছে, হীন বা ব্যক্তি স্বার্থে পরিচালিত অনলাইন রেজিস্ট্রেশেন পাবে না বলেও জানান তিনি।
বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক পেয়েছেন; দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার জাহিদুর রহমান, আমাদের সময়ের ইউসুফ আরেফিন, নারী সাংবাদিক আরাফাত আরা, আলকচিত্র সাংবাদিক শফিকুল ইসলাম। আজীবন সম্মাননা পেয়েছেন দৈনিক জনকন্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান।