আয়োজন নিয়ে প্রশ্ন ওঠায় ক্ষোভ জানিয়েছেন লেখক-প্রকাশকরা।
করোনা মহামারিতে সবকিছু খোলা থাকলেও বইমেলা আয়োজন নিয়ে প্রশ্ন ওঠায় ক্ষোভ জানিয়েছেন লেখক-প্রকাশকরা। বাংলা একাডেমি অপারগ হলে দায়িত্ব নিতে প্রস্তুত প্রকাশক সমিতি।
জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ জানিয়েছেন, বাংলা একাডেমি অপারগ হলে গ্রন্থমেলা আয়োজনের দায়িত্ব নিতে প্রস্তুত তারা। ভাচুর্য়ালি একুশে গ্রন্থমেলা আয়োজন কোনোভাবেই যৌক্তিক নয়। এ বিষয়ে আলোচনা করতে রোববার দুপুর ১২টায় বাংলা একাডেমিতে যাবেন প্রকাশক সমিতির নেতারা।
কথাসাহিত্যিক স্বকৃত নোমান সময় সংবাদ বলেন, বইমেলা স্থগিত হলে প্রকাশদের পাশাপাশি লেখকরা ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। বাঙালির প্রাণের মেলার বিকল্প কোনো কিছুই হতে পারে না। সব পক্ষ বসে সম্মিলিতভাবে এ সমস্যার সমাধানের এগিয়ে আসবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী সময় সংবাদকে বলেন, গ্রন্থমেলা ভাচুর্য়ালি হওয়ার কোনো সিদ্বান্ত হয়নি। বৃহস্পতিবার কাউন্সিল সভায় স্থগিতের সিদ্বান্ত হয়েছে মাত্র। সময় সুযোগ বুঝে পরবর্তীতে মেলার আয়োজন করা যায় কিনা সেটা ভেবে দেখার কথাও জানান তিনি।
এর আগে শনিবার রাতে গ্রন্থমেলা ভাচুর্য়ালি হবে বলে জানিয়েছিলেন, বাংলা একাডেমির পরিচালক জালাল ফিরোজ। এর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।