পদ্মা সেতুতে ১৫ দেশের মেধা
বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু ইতিমধ্যে মাথা তুলে দাঁড়িয়ে। সেতুর মাথা তুলে দাঁড়ানোর মাধ্যমে নতুন করে মাথা উঁচু করে বিশ্বকে অস্তিত্বের জানান দিয়েছে বাংলাদেশ।
তবে বিশাল এই কর্মযজ্ঞ এগিয়ে নিতে সহায়তা করেছে বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা। সর্বমোট ১৫ দেশের মেধাবীরা তাদের শ্রম দিয়েছেন ও দিচ্ছে পদ্মায়।
জটিল নির্মাণ প্রক্রিয়া, অত্যাধুনিক প্রযুক্তি, দুর্লভ যন্ত্র সামগ্রীসহ নানা খাতে যেসব দেশের বিশেষজ্ঞরা যুক্ত রয়েছেন তার মধ্যে চীনের কর্মী আছেন প্রায় এক হাজার।
চীনসহ যেসব দেশের কর্মীরা এই প্রকল্পে অবদান রাখছেন সেই দেশগুলো হলো:
১. বাংলাদেশ।
২. চীন।৩. অস্ট্রেলিয়া।
৪. নিউজিল্যান্ড।
৫. ফিলিপাইন।
৬. মালয়েশিয়া।
৭. দক্ষিণ কোরিয়া।
৮. তাইওয়ান।
৯. সিঙ্গাপুর।
১০. ভারত।
১১. নেপাল।
১২. যুক্তরাজ্য।
১৩. কানাডা।
১৪. ইতালি।
১৫. নেদারল্যান্ডস।